ইতিহাস (History):
২৩ আগস্ট, ১৯৭২ খ্রিঃ তারিখে স্থাপিত আমদানি ও রপ্তানি সহকারী নিয়ন্ত্রকের দপ্তর, রংপুর এ অঞ্চলের আমদানি ও রপ্তানি বাণিজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। উত্তরবঙ্গের ৫টি জেলা গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী এবং রংপুর জেলা অত্র দপ্তরের আওতাধীন। এ দপ্তরের আওয়াধীন জেলাগুলোর মধ্যে বিশ শতাধীক আমদানিকারক-রপ্তানিকারক, শতাধীক শিল্প কারখানা, একটিু ইপিজেড়, দুটি ইকোনোমিক জোন, তিনটি স্থল বন্দর, একটি নৌ বন্দর, একটি আন্তঃরাষ্ট্রীয় রেল সংযোগ এবং একটি আন্তর্জাতিক বিমান বন্দর ও ঢাকা থেকে পর্যন্ত পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সংযোগ স্থাপিত হয়েছে। এর ফলে এ অঞ্চলে আমদানি ও রপ্তানি কার্যক্রম এবং শিল্প কারখানা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং এর পাশাপাশি অত্র দপ্তরের কাজের পরিধিও বাড়ছে। এছাড়া সরকারি রাজস্ব আদায়ে অত্র দপ্তর অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ দপ্তরের গতিশীল কার্যক্রমের ফলশ্রুতিতে করব্যতীয়ত রাজস্ব আয় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সেবাগ্রহীতাদের দ্রুত সেবাপ্রদান নিশ্চিতকরণ এবং দপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা আনায়নের জন্য গত ০১/০৭/২০১৯ তারিখ হতে পূণাঙ্গরূপে Online Licensing Module (OLM) চলমান রয়েছে এবং নিবন্ধনসহ সব ধরণের সেবা অনলাইনে প্রদানেরা ফলে এ দপ্তরটি আমদানিও রপ্তানি কার্যক্রমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
ভিশন (Vision):
বৈদেশিক বাণিজ্য সহজতর করার লক্ষ্যে আমদানিকারক, রপ্তানিকারক ও ইন্ডেন্টরগণকে সহায়তা প্রদান।
মিশন (Mission):
জনস্বার্থ ও জননিরাপত্তা বিবেচনা করে বৈদেশিক ও অভ্যান্তরীন বাণিজ্যে সকল ব্যবসায়ীদের নিবন্ধন ও পারমিট প্রদান, সেবা সহজীকরণে অনলাইন সেবা প্রদানের মাধ্যমে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি, শিল্পায়নে দেশি-বিদেশী বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক ডাটাবেস সংরক্ষণ।
কার্যাবলি (Functions):
১. ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও শিল্পের বিকাশে আমদানিকারক, রপ্তানিকারক ও ইন্ডেন্টরদের অনুকূলে আমদানি নিবন্ধন সনদপত্র ও নিবন্ধন সনদপত্র (IRC) জারি, রপ্তানি নিবন্ধন সনদপত্র ও নিবন্ধন সনদপত্র (ERC) জারি, ইন্ডেন্টিং সার্ভিসের নিবন্ধন ও রপ্তানি নিবন্ধন সনদপত্র (Indenting Serviceses) জারি এবং শিল্প প্রতিষ্ঠানের নিবন্ধন ও নিবন্ধন সনদপত্র (Industrial IRC) জারিসহ জারিকৃত নিবন্ধন সনদপত্রসমূহ বার্ষিক নবায়নের মাধ্যমে সরকারের করব্যতিত রাজস্ব প্রাপ্তি নিশ্চিতকরণ।
২. বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে যৌথ ও বিদেশী উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠনকে ব্যবসায়িত সহায়তা প্রদান।
৩. সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর তথাঃ শল্ক কতৃপক্ষ, বিনিয়োগ উন্নয়ন কতৃপক্ষ, বস্ত্র পরিদপ্তর, বিসিক ইত্যাদির কার্যক্রমের সাথে সহায়ক ভূমিক পালন।
৪. আমদানি নীতি আদেশ (IPO) ও রপ্তানি নীতির আলোকে সময়ে সময়ে গণবিজ্ঞপ্তি জারিসহ প্রয়োজনীয় পরামর্শ, ব্যাখ্যা ও মতামত প্রদানসহ ইহার বাস্তবায়নে সহায়তা প্রদান।